ডিমের লাড্ডু রেসিপি


ডিম দিয়েই খুব সহজে তৈরি করুন অসাধারণডিমের লাড্ডু
উপকরণ:
ডিম টা,
গুঁড়ো দুধহাফ কাপ,
তরল দুধহাফ কাপ,
চিনি - টেবিল চামচ বা প্রয়োজন মত,

জর্দার রং- চিমটি,
ঘি - টেবিল চামচ,
এলাচ- টি,
দারুচিনি,
তেজপাতা টি
প্রণালি :
-প্রথমে ডিম, দুধ, চিনি, জর্দার রং একসাথে ব্লেন্ডারে দিয়ে মিক্স করে নিতে হবে
-Non stick পাত্রে ঘি হালকা গরম করে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে মিশ্রনটি ঢেলে দিতে হবে
-এরপর মিশ্রনটি অনবরত নাড়তে হবে
-নাড়তে নাড়তে যখন মিশ্রনটি অাঠালো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে
-চুলা থেকে নামানোর - মিনিট পর হাতে সামান্য ঘি মাখিয়ে হাতে চেপে চেপে গোল অাকৃতি দিতে হবে
-এরপর চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডিমের লাডডু


No comments

Powered by Blogger.