চিকেন আনারসী

চিকেন আনারসী
যা লাগবে : চিকেন ছোট ছোট টুকরা করা ৫০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা কাপ, কাঁচামরিচ টেবিল চামচ, ধনেপাতা কুচি টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদাবাটা চা চামচ, রসুন বাটা
চা চামচ, গরম মশলা গুঁড়া চা চামচ, সাদা সিরকা টেবিল চামচ, পাকা আনারস কিউব করে কাটা কাপ, তেল পরিমাণ মতো, পানি প্রয়োজন হলে

যেভাবে করবেন : প্রথমে চিকেনের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন তারপর তাতে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ফ্রিজে রেখে দিন - ঘণ্টা (পেঁয়াজ, কাঁচামরিচ ধনেপাত ছাড়া) এরপর একটি ফ্রাইপ্যানে তেল গরম করে মুরগির টুকরাগুলো তাতে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিয়ে ভাজা ভাজা করে রান্না করে পরিবেশন করুন

No comments

Powered by Blogger.