ক্রিম চীজ সন্দেশ মিষ্টি রেসিপি

উপকরণ-
ক্রিম চিজ- ২০০ গ্রাম এর টি
ছানা- কাপ
ফ্রেশ ক্রিম- টি (ডানো ক্রিম)
চিনিনিজের পছন্দ মত

গুঁড়া দুধ .. কাপ
পেস্তা বাদাম.. সাজানোর জন্য
বাটার .. ৫০ গ্রাম
প্রণালী-
-ছানা , ক্রিম চিজ , ফ্রেশ ক্রিম, চিনি ভালো ভাবে হাত দিয়ে মেখে নিতে হবে
-এর পর একটা প্যানে বাটার দিয়ে এই মিশ্রনটি দিয়ে ভালো ভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়
-পানি শুকিয়ে যখন বাটার উপরে উঠে আসবে তখন অর্ধেকটা একটা বাটিতে সেট করতে হবে
-বাকি অর্ধেক গুড়ো দুধ মিশিয়ে আরো কিছুক্ষণ নাড়তে হবে সাথে নিজের পছন্দ মত সামান্য রং দিয়ে দেবেন
-বাটিতে সেট করা সন্দেশ এর উপরে এই মিশ্রন ঢেলে দিতে হবে উপরে পেস্তা বাদাম ছড়িয়ে ঠান্ডা করতে হবে

-ঠান্ডা হয়ে গেলে নিজের পছন্দ মত কেটে পরিবেশন

No comments

Powered by Blogger.