নকশি পিঠা রেসিপি

উপকরণ
চালের গুঁড়া কাপ,
পানি তিন কাপ,
লবণ সামান্য,
ঘি টেবিল চামচ,

ভাজার জন্য তেল ৫০০ গ্রাম
সিরার জন্য:
গুড় কাপ, চিনি কাপ, পানি কাপ জ্বাল দিয়ে সিরা বানাতে হবে
প্রণালী
পানিতে লবণ ঘি দিয়ে চুলায় দিন ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে সেদ্ধ করে কাই বানাতে হবে
আধা ইঞ্চি পুরু করে রুটি বানিয়ে পছন্দমতো আকার দিয়ে কেটে নিন খেজুর কাঁটা দিয়ে রুটিতে পছন্দমতো নকশা করুন

এবার প্রথমে ডুবোতেলে ভেজে নিন কিছুক্ষণ পর আবার তেলে ভেজে সিরায় দিয়ে মিনিট রেখে তুলে নিন ঠাণ্ডা হলে পরিবেশন করুন

No comments

Powered by Blogger.