হার্ট সুস্থ রাখবে আমন্ড
এক গবেষণা দেখা গেছে
প্রতিদিন একমুঠো আমন্ড
বাদাম হৃদরোগের ঝুঁকি কমাতে সক্ষম৷ এই গবেষণার দাবি আমন্ড
বাদাম খেলে হৃদয়ের রক্তবাহ সুস্থ থাকে৷
ব্রিটেনের অ্যাশটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গবেষণা করেন৷
গবেষণায় দেখা যায়
এই বাদামের
ফলে রক্তের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়
যার ফলে রক্তচাপ বাড়ে ও রক্ত
প্রবাহ সঠিক গতিতে
হয়৷ গবেষকেরা জানিয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমন্ড বাদমে ভরপুর
বিভিন্ন খাবার স্বাস্থ্যের জন্য উপযোগি৷ অ্যাশটন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সায়েন্সেসের প্রফেসর ও স্কুল অফ লাইফ অ্যান্ড হেলথ
সায়েন্সেসের কার্যকরি প্রধান অধ্যাপক হেলেন গ্রিফিথের নেতৃত্বে এই গবেষণাটি করা হয়৷
গবেষণা চলাকালীন গবেষকেরা সুস্থ যুবক, মাঝবয়সী ব্যাক্তি ও হৃদরোগ গ্রস্ত যুবকেদর মধ্যে একটি পরীক্ষা করেন৷ এদের প্রত্যেইকেই আমন্ড বাদামজাতীয় খাবার খাওয়ানো হয়৷ এই গবেষণায় উচ্চরক্তচাপ ও ওবেসিটির শিকার ব্যক্তিদেরও সামিল করা হয়৷
দেখা যায় বাদামের ফলে প্রত্যেকেরই হৃদরোগের ঝুঁকি
অনেকাংশে কম হয়৷
এবং যারা আগে থেকেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেরও বাদামের ফলে সমস্যা অনেকটাই কম হয়ে যায়৷
No comments