ফর্সা হতে লাগান হলুদের প্যাক
হলুদের মত উপকারী দ্রব্য খুব বেশি হয় না। একদিকে যেমন প্রতিদিনের রান্নায় ব্যবহৃত হয় হলুদ থিক সমানভাবে ত্বক’কে উজ্জ্বল রাখতে হলুদের ব্যবহার বহুল হয়। গায়ের রং উজ্জ্বল করার জন্য বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনে উপাদান হিসেবে সর্বপ্রথম তারা
হুলদের নাম দেখায়। বিয়ের দিন কনেকে
ফর্সা দেখাতে সকালে
হলুদ মাখানো হয়। কিন্তু হলুদ ছাড়াও
বেশ কয়েকটি খাদ্য
দ্রব্যা আছে যার বিশেলে তৈরি একটি
প্যাক আপনার ত্বকের জেল্লা আরও বাড়াবে। দামী প্রসাধনী দ্রব্যের পিছনে
টাকা খরচ না বা বিশাল অঙ্কের টাকা খরচ করে বিউটিপার্লারে গিয়ে ফেসিয়াল না করে নিজের
ত্বককে উজ্জ্বল এবং মোলায়েম করে তোলার
জন্য ব্যবহার করতে
পারেন হলুদ, দুধ এবং লেবুর মিশ্রনে সহজেই তৈরি একটি
প্যাক। দুধ ত্বকের ক্লান্তি দূর করে ত্বককে ফর্সা করে এবং লেবু ত্বকের ময়লা দুর করে ত্বককে রাখে পরিষ্কার। পরিসষ্কার রাখে।
কি কি উপকরণ লাগবেঃ দুধ ৩ টেবল চামচ, লেবুর
রস ১ টেবিল
চামচ, এবং হলুদ্গুঁড়ো ১ চিমটে।
কিভাবে ব্যবহার করবেনঃ দুধ, লেবুর রস ও হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি
মিশ্রন বা পেস্ট
তৈরি করুন। সারা
মুখে এই পেস্ট
ভালভাবে লাগিয়ে, প্যাক’টি শুকনো হওয়া
পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো
করে মুছে নিন।
No comments