অশ্বগন্ধার ঔষধি গুনাগুন

অশ্বগন্ধা:
অশ্বগন্ধা আমাদের দেশের ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম গাছের গন্ধ ঘোড়া বা অশ্ব এর মত বলেই সংস্কৃতে একে অশ্বগন্ধা বলে বাংলায় আমার অশ্বগন্ধা- বলে থাকি শক্তিবর্ধক হিসেবে এবং এ্যাফ্রোডেসিয়াক হিসেবে ব্যবহৃত হয় বলেই ইংরেজিতে একে Indian Ginseng বলে Solanaceae ফ্যামিলির গাছ অশ্বগন্ধার বৈঙ্গানিক নাম Withania somnifera (L.) Dunal. Withanine নামক রাসায়নিক উপাদান এই গাছ থেকে আলাদা করার কারণে এই গাছের নামে Withania নামকরণ করা হয়েছে আর somnifera এসেছে somnifer থেকে যার মানে নিদ্রা আনয়নকারী মূল এবং পাতা স্নায়ুর বিভিন্ন রোগে ব্যবহৃত হয় গাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকায় পাওয়া যায় নিদ্রা আনয়নকারী ঔষধ হিসেবে প্রচীন মেসোপটেমিয়া এবং মিশরে এর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়
ব্যবহার্য অংশ- অর্শ গন্ধা মূল/ ব্যবহার হয়
কোন অংশ কি ভাবে ব্যবহৃত হয়-
1শোথ রোগ হলে চারগ্রাম পরিমিত অশ্বগন্ধার মূল চূর্ণ ঘি মধুসহ খেলে উপকার পাওয়া যায়

2 রোগে 3 গ্রাম পরিমিত অশ্বগন্ধা চূর্ণ গরম জলের সঙ্গে খেলে কফ রোগ ভাল হয়

3 শ্বাস রোগে অশ্বগন্ধা মূলের ছাই, মধুসহ খেলে যথেষ্ট উপকার পাওয়া যায়

4 যক্ষা রোগে অশ্বগন্ধার মূল চূর্ণ নিয়মিত চেটে খেলে বিশেষ উপকার পাওয়া যায়

5.রিকেট রোগ শিশু ক্রমশ রোগা হতে থাকলে দেড় গ্রাম পরিমিত অশ্বগন্ধার মূল চূর্ণ, কিছু গরম জল, দুধ অথবা ঘি মিশিয়ে এক মাস নিয়মিত খেলে শিশু স্বাস্থ্য ভালো হৃষ্টপুষ্ট হয়ে থাকে

6 প্রমেহ রোগ প্রতিদিন সকালে ঠাণ্ডা জল সহ খেলে প্রমেহ রোগ আরোগ্য হয়

7 স্বপ্নদোষ জনিত শুক্রক্ষয়ে হয় তিন গ্রাম পরিমিত অর্শগন্ধার কাঁচা দুধ সহ ঘুমানোর আগে এক মাস নিয়মিত খেলে স্বপ্নদোষ বন্ধ হয় এবং শুক্র বৃদ্ধি হয়

8 অনিদ্রায় অশ্বগন্ধা চূর্ণ আড়াই গ্রাম পরিমাণ চিনি দুধ খেলে ঘুম ভালো হয় এবং অনিদ্রা রোগ দূর হয়

No comments

Powered by Blogger.