সুজির মজাদার চকলেট হালুয়া রেসিপি
সুজির চকলেট হালুয়া
রেসিপি ও ছবিঃ শাহনাজ তাসিন
উপকরন:
· সুজি – ১/৩ কাপ
· চিনি – ১ কাপ
· বেসন – ১/৩ কাপ
· ঘি- পরিমানমত
আরো লাগবেঃ
· কোকো পাউডার – ১+১/২ টে চা
· চকলেট সিরাপ – ১/২ টে চা ইচ্ছা
· গুড়া দুধ – ১/২ কাপ
· পানি – ১ কাপ
· এলাচ ও দারচিনি – ২ টা করে
প্রনালী:
গুড়া দুধ, পানি,কোকো পাউডার,চকলেট সিরাপ একসাথে ভাল করে মিশিয়ে নিন।
এবার ননস্টিক কড়াইয়ে ঘি দিয়ে এলাচ দারচিনি দিন।ফুটে উঠলে সুজি ও বেসন দিয়ে নেড়ে ভেজে নিন। ভাজা হলে চকলেটের মিশ্রনটা ও চিনি দিয়ে দিন।
এখন মাঝারি আচে অনবরত নাড়তে থাকুন। আঠালো ও ঘন হয়ে আসলে একটা প্লেটে ঘি ব্রাশ করে ওটাতে ঢেলে দিন। ঠান্ডা হলে ইচ্ছামত শেপ দিয়ে বা সাজিয়ে পরিবেশন করুন।
No comments