পেটের মেদ কমবে যেভাবে

শর্করা চিনি আছে এমন খাবার কমাতে হবে প্রোটিন আঁশযুক্ত খাবার বেশি খেতে হবেঅনেকেরই সুগঠিত দেহ কিন্তু কেন জানি হঠাৎ করে পেটে মেদ জমতে শুরু করেছে পোশাকের
ভেতর থেকে উঁকি-ঝুঁকি দিচ্ছে ভুঁড়ি সে বড় বিব্রতকর অবস্থা ভুঁড়ির জন্য কাজেকর্মেও গদাই লস্করি একটা ভাব চলে এসেছে পেটের মেদ ঝরাতে চাইলে মেনে চলুন কিছু সাধারণ নিয়মকানুন আর দেখুন না শরীরটাও কেমন ঝরঝরে হয়ে ওঠে শরীর মেদহীন রাখতে কী খাবেন আর কী খাবেন না, বিষয়ে পরামর্শ দিলেন বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ
 চর্বিজাতীয় খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে
 খাওয়ার পরপরই বসে থাকা কিংবা শুয়ে থাকা যাবে না
 একাধারে অনেকক্ষণ বসে থাকা যাবে না
 কোমল পানীয় এবং কৃত্রিম ফলের রস খাওয়া মানা
 আঁশযুক্ত শর্করা খেতে হবে, কিন্তু পরিমাণে অল্প
 দিনে প্রচুর পানি খাবেন, কিন্তু খাবারের সঙ্গে কিংবা একবারে অনেক পানি খেয়ে ফেলা যাবে না
 মেদ কমানোর ডায়েট শুরু করার আগে চিকিৎসক পুষ্টিবিদের পরামর্শ নিন
পেটের ব্যায়াম
 প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে দৌড়াতে হবে কমপক্ষে ১০ মিনিট
 সাইকেলিং করতে পারেন কমবেশি পাঁচ মিনিট যদি সাইকেলিং করার সুযোগ না থাকে, অন্য ব্যায়ামগুলো নিয়মিত করুন
 প্রথমেই খালি হাতে খানিকটা ব্যায়াম করে মাংসপেশিকে উজ্জীবিত করে নিন এটা হবে নিদেনপক্ষে পাঁচ মিনিট
 দড়ি লাফানোর অভ্যাস করতে পারেন পাঁচ মিনিট করে করুন
ফিটনেস ওয়ার্ল্ড হেলথ ক্লাবের ব্যবস্থাপক প্রশিক্ষক মো. মনিরুজ্জামান বললেন, ‘ওপরের এই ব্যায়ামগুলো সব ধরনের ব্যায়াম শুরু করার আগেই করে নিলে ভালো এতে মাংসপেশি শিথিল হয়ে শরীর ব্যায়ামের উপযোগী হয়ে ওঠেএবার পেটের মেদ কমাতে করতে হবে নির্দিষ্ট কিছু ব্যায়াম প্রশিক্ষক মনিরুজ্জামানের কাছ থেকেই জেনে নেওয়া যাক তা
 প্রথমেই শক্ত বিছানায় সোজা হয়ে শুয়ে মাথার পেছনে দুই হাত সোজা করে রাখুন পা মাটির সঙ্গে জোড়া করে লাগানো থাকবে এবার পুরো শরীর আস্তে আস্তে ওপরে তুলে হাত দিয়ে পা স্পর্শ করতে হবে এভাবে ১০ বার করে তিনবার করুন
 শোয়া অবস্থাতেই এবার হাত থাকবে কোমরের নিচে, দুই পা থাকবে সোজা শরীর হাত স্থির হয়ে থাকবে এবার পা দুটো আস্তে আস্তে একসঙ্গে ওপরে তুলতে হবে আবার নামাতে হবে পুরো সময়ে পা মাটিতে ছোঁয়ানো যাবে না এভাবে ১০ বার করে তিনবার করুন
 বিছানায় শুয়ে থেকেই এবার দুই হাত ভাঁজ করে মাথার পেছনে নিন ডান পা ভাঁজ করে মাটি থেকে তুলে ডান হাঁটু বাঁ কনুইয়ে লাগানোর চেষ্টা করুন এবার হবে ঠিক উল্টো, বাঁ পা ভাঁজ করে মাটি থেকে তুলে বাঁ হাঁটু ডান কনুইয়ে লাগানোর চেষ্টা করুন এভাবে ১০ সেকেন্ড করে তিনবার করুন




2 comments:

  1. Thank you for health improvement information. If you feel any urological problem plz contact us https://urologybd.blogspot.com/p/contact.html

    ReplyDelete
  2. Thank you for health improvement information. If you feel any urological problem plz contact us https://bit.ly/2tWvVuj

    ReplyDelete

Powered by Blogger.