নিরাপদে ফর্সা হওয়ার কিছু টিপস

টেবিল চামচ গুঁড়ো দুধ, টেবিল চামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুনতারপর পরিষ্কার করুনএই
প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে
.বেশন,দুধ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুনসপ্তাহে ২বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে
. আপনার যদি টমেটো তে অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটোর ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য আর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন
আধা কাপ চায়ের লিকার(ঠাণ্ডা), চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগানচালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে
. শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুনএটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারীতৈলাক্তও ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে হবে
. সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর / মিনিট পর ধুয়ে ফেলুনমুখে লুকিয়ে থাকা সব ময়লা নিমিষে পালিয়ে যাবে আর আপনি হয়ে উঠবেন আরো আকর্ষণীয়


No comments

Powered by Blogger.