ঠোঁট হবে গোলাপি
ঠোঁট কালো আজকাল অনেকের সমস্যা। কি কারণে
ঠোঁট কালো হয় এবং কি তার প্রতিকার জেনে নিন
ঠোঁট কেন কালো হয়:
• রোদে দীর্ঘ সময় থাকা, অনেক রাত পর্যন্ত জেগে থাকা,
পুষ্টিকর খাবারের অভাব।
• মাত্রাতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা।
• খুব বেশি চা-কফি পান ও ধূমপান করার ফলে ঠোঁট কালো হয়।
ঘরোয়া যত্ন
• নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল।
• গোলাপের পাপড়ি বেটে
তার সঙ্গে মধু বা চিনি মিশিয়ে ঠোঁটে লাগান। এতে দূর হবে ঠোঁটের উপরের কালো দাগ।
• চালের গুঁড়োর সঙ্গে
লেবুর রস মিশিয়ে ঠোঁট হালকা করে ঘষুন। এতে কালো
দাগ চলে গিয়ে
ঠোঁট লাল হবে।
• প্রতিদিন ঠোঁটে মধু বা দুধের
সর লাগিয়ে রাখলেও কালচে ভাব কমবে।
• দাঁত মাজার সময় ব্রাশ দিয়ে হালকা
ঠোঁট ঘষে নিন। এতে কালোভাব চলে যাবে।
No comments