পুরুষদের টাক হওয়া রোধ করবে যে উপায়গুলো
চুল পড়তে পড়তে একসময় ছেলেদের মাথায় টাক দেখা যায়। অনেকে মনে করেন বয়স হলে চুল পাতলা হয়ে যায় এবং বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তা বেড়ে টাক হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে কুড়ি বছরের একজন তরুনের মাথাও টাক দেখা যায়! চুল পড়া সমস্যা শুধু না
রীদের তা কিন্তু নয়। পুরুষরাও এই সমস্যায় ভুগে থাকেন। বরং পুরুষদের এই সমস্যা মারাত্নক আকার ধারণ করে।
রীদের তা কিন্তু নয়। পুরুষরাও এই সমস্যায় ভুগে থাকেন। বরং পুরুষদের এই সমস্যা মারাত্নক আকার ধারণ করে।
বয়স বৃদ্ধির সাথে সাথে চুলের ফলিকল নতুন চুল গজানোর ক্ষমতা হারিয়ে ফেলে। এটি স্বাভাবিক। কিন্তু বিশ বছর বয়সে চুল পড়ে যাওয়াটা অস্বাভাবিক। এই চুল পড়া রোধ করার জন্য বাজারে নানান টনিক এবং ওষুধ কিনতে পাওয়া যায়। এমনকি হেয়ার প্লেসমেন্টও করে থাকেন অনেকে। এতকিছু করার পরিবর্তে ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। কম খরচে সহজ এই উপায়গুলো টাক হওয়া রোধ করবে।
১। নারকেলের দুধ
নারকেল দুধে প্রচুর পরিমাণ ভিটামিন এবং পুষ্টি উপাদান রয়েছে যা নতুন চুল গজাতে সাহায্য করে। নারকেলের দুধ সরাসরি মাথার তালুসহ সম্পূর্ণ চুলে ব্যবহার করুন। এটি চুলে এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন। নারকেলের দুধ ব্যবহার করতে না চাইলে বিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করতে পারেন।
২। ভিনেগার
ভিনেগারে প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং এনজাইম রয়েছে যা খুশকি দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। চার চা চামচ ভিনেগার শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট রেখে দিন। এটি দিয়ে চুল শ্যাম্পু করুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
৩। বিট
ক্যালসিয়াম, পটাসিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি এবং প্রোটিন সমৃদ্ধ একটি সবজি হলো বিট। এটি নতুন চুল গজাতে সাহায্য করে এবং টাক হওয়া রোধ করে। একটি বিটের রস, তিন টেবিল চামচ মেহেদি এবং পানি একসাথে মিশিয়ে নিন। এই পেস্টটি চুলে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।
৪। আমলকী
ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি চুল অকাল ঝরে পড়া রোধ করে। এক চা চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ আমলকীর পেস্ট একসাথে মিশিয়ে নিন। এই পেস্টটি চুলে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুই তিনবার এই প্যাকটি ব্যবহার করুন।
No comments