চুল পড়া বন্ধ করতে অ্যালোভেরার হেয়ার প্যাক
চুল পড়ে যাওয়া, চুলের আগা ফেটে যাওয়া কিংবা খুশকির মতো সমস্যা
দূর করতে কার্যকর অ্যালোভেরার একটি হেয়ার প্যাক। এটি নিয়মিত ব্যবহার করলে চুল বাড়বে
দ্রুত। পাশাপাশি বন্ধ হবে চুল পড়া।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক
• ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। চুল লম্বা হলে
পরিমাণে বেশি নিন।
• চুল ও মাথার ত্বকে লাগান হেয়ার প্যাকটি।
• উঁচু করে খোঁপা করে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন
চুল।
• ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
• সারারাত চুলে লাগিয়ে রাখতে পারেন অ্যালোভেরার হেয়ার
প্যাক। আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে লাগান।
শাওয়ার ক্যাপ পরে রেখে দিন সারারাত। পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন। মাসে দুইবার এটি
ব্যবহার করুন।
অ্যালভেরার হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?
• অ্যালোভেরা চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে।
• খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করে।
• প্রাকৃতিকভাবে চুল ময়েশ্চারাইজ করে অ্যালোভেরা জেল।
• মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এই হেয়ার প্যাক।
ফলে চুল বাড়ে দ্রুত।
• চুল পড়া বন্ধ করে অ্যালোভেরা জেল।
• চুলের আগা ফাটা রোধ করে এই হেয়ার প্যাক।
• রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনে।
তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট
No comments