সুস্থতার জন্য আপেল সিডার ভিনেগার
সুস্থ থাকতে নিয়মিত পান করতে পারেন আপেল সিডার
ভিনেগার। তবে কখনোই সরাসরি পান করবেন না এটি। ২৫০ মিলি পানির সঙ্গে ২ টেবিল চামচ ভিনেগার
মিশিয়ে পান করুন। ১ টেবিল চামচ মধুও মিশিয়ে নিতে পারেন চাইলে। তবে অনেকের পার্শ্বপ্রতিক্রিয়া
হিসেবে অ্যাসিডিটিসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের
পরামর্শ নেবেন।
জেনে নিন আপেল সিডার ভিনেগারের পুষ্টিগুণ
সম্পর্কে-
• আপেলকে বিশেষ পদ্ধতির
মাধ্যমে আপেল সিডার ভিনেগারে রূপান্তরিত করা হয়। ফলে এতে পাওয়া যায় ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
পটাসিয়াম, আয়রন, ফসফরাসসহ আরও কিছু পুষ্টি উপাদান।
• কিডনি ও লিভার সুস্থ
রাখে আপেল সিডার ভিনেগার।
• মেদ দূর করতে জুড়ি
নেই এটির।
• খাবারের মাধ্যমে আমাদের
শরীরে প্রবেশ করা একাধিক দূষিত পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করে আপেল সিডার ভিনেগার।
তথ্য: বোল্ডস্কাই
No comments